সকালে দুই শিশু খেলার সময় সকলের অগোচরে পুকুরে পড়ে যায় বলে জানান স্বজনরা।
Published : 31 Dec 2024, 09:42 PM
কুমিল্লার চান্দিনা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার পূর্ব পাড়ার সামছুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান চান্দিনা থানার ওসি মো. নাজমুল হুদা।
নিহতরা হলো- ওই বাড়ির সুজন মিয়ার মেয়ে সামিয়া আক্তার (৩) এবং দেড় বছর বয়সি হামিদা আক্তার।
স্বজনরা জানান, সকালে সামিয়া ও হামিদ বাড়ির সামনে খেলা করছিল। এ সময় সকলের অগোচরে তারা বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। সকাল ১০টার পর থেকে তাদেরকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন পরিবারের সদস্যরা।
এক পর্যায়ে সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে পুকুরে তাদের ভাসতে দেখা যায়। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
তাদের চাচা খোকন মিয়া বলেন, তার ভাই সুজন অটোরিকশার চালক। আর তার স্ত্রী শারমিন আক্তার গৃহিণী। সামিয়া ও হামিদা ছাড়া এই দম্পত্তির আর কোনো সন্তান নেই। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে তারা এখন পাগলপ্রায়। কোনো কিছুতেই তাদের কান্না থামছে না।
ওসি নাজমুল হুদা জানান, ওই শিশুদের পরিবার বা এলাকার কেউ বিষয়টি থানায় জানায়নি। তবে সাংবাদিকদের মাধ্যমে তারা জেনেছেন। ঘটনাটি খুবই দুঃখজনক। অভিভাবকদের উচিত শিশুদের প্রতি আরও সতর্ক থাকা।