শুক্রবার রাত ১০টার পর থেকে সকাল ৫টার মধ্যে মেন্দিপুর জয় দুর্গা আশ্রমের মন্দিরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
Published : 07 Dec 2024, 03:09 PM
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার একটি মন্দিরে আগুনে প্রতিমার আসন, পূজার সরঞ্জামাদি পুড়ে গেছে।
শুক্রবার রাত ১০টার পর থেকে সকাল ৫টার মধ্যে কোনো এক সময় উপজেলার মেন্দিপুর জয় দুর্গা আশ্রমের মন্দিরে এ ঘটনা ঘটে বলে খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন তালুকদার জানান।
১৯৫৯ সালে আশ্রম প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর বাৎসরিক হরিনাম সংকীর্তন, প্রভাতী প্রার্থনা, সন্ধ্যা আরতি ও নৃত্যভোগ অনুষ্ঠিত হয়ে আসছে।
ওসি বলেন, “শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৮টা নাগাদ অন্যদিনের মত মন্দিরের যে কক্ষে আসন পাতা রয়েছে সেই কক্ষে মোম, প্রদীপ, আগরবাতি জ্বালিয়ে পূজা অর্চনা করেন পূজারিরা। পূজা শেষে তারা মন্দিরের কক্ষটিতে তালা লাগিয়ে চলে যান।
“ভোর ৫টার দিকে আবারো পূজারি অর্চনার জন্যে মন্দিরে গেলে সেই কক্ষটি থেকে ধোঁয়া বের হতে দেখেন। তখন তালা খুলে ঘরে ঢুকে আগুনে আসন, পূজার সরঞ্জামাদি ও বিছানাসহ খাট পোড়া দেখতে পান পূজারি।”
ওসি বলেন, “তালা লাগানো অবস্থায় ভিতরে মোমবাতি, আগরবাতি থেকেই আগুন লেগেছে। মন্দিরের পূজারিরাও তাই বলেছেন। এ বিষয়ে কোনো অভিযোগ নেই মন্দির কর্তৃপক্ষের।”
খালিয়াজুরী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জয় দুর্গা আশ্রম কমিটির সহসম্পাদক নারায়ণ পাল বলেন, “রাতে পূজা শেষে মন্দিরের কক্ষটিতে তালা লাগিয়ে সবাই চলে যান। ভোরে মন্দিরের সেবায়েত জয়দেব দাস পূজা দিতে গিয়ে দেখেন ঘর থেকে ধোঁয়া বেরুচ্ছে।
“তখন ঘরের তালা খুলে তিনি দেখেন আসন, পূজার সরঞ্জাম, গুরু মায়ের খাট-বিছানা পুড়ে গেছে। এটি মোম, আগরবাতির আগুন থেকেই যে লেগেছে, তা স্পষ্ট বোঝা যায়।”