ফরিদপুরে ৩ জানুয়ারি চালকের লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 15 Jan 2025, 10:20 PM
ফরিদপুর সদর উপজেলায় মাত্র সাড়ে ছয় হাজার টাকার ইজিবাইকের ব্যাটারি ছিনিয়ে নিতে ১৩ বছর বয়সি কিশোর চালককে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে গ্রেপ্তার দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এ তথ্য দিয়েছেন বলে জানান ফরিদপুর পুলিশ সুপার মো. আব্দুল জলিল।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার ভাটি লক্ষীপুরের তুষার চৌধুরীর ছেলে তুফান চৌধুরী (২১) এবং একই এলাকার প্রয়াত নুরু হাওলাদারের ছেলে আল আমিন। আল আমিন ব্যাটারি ক্রেতা।
নিহত হোসাইন বেপারী শহরের চর টেপাখোলা ব্যাপারীপাড়ার খোকা ব্যাপারীর ছেলে। চার ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিল হোসাইন। বাবাকে হারানোর পর সংসারের খরচ মেটাতে তাকে ইজিবাইক কিনে দিয়েছিল স্বজনরা।
বুধবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, ৩ জানুয়ারি সকালে শহরের ভাটি লক্ষ্মীপুরে একটি মহিলা মাদরাসার সীমানা দেয়ালের পাশ থেকে হোসাইন বেপারীর লাশ উদ্ধার করা হয়।
মৃতদেহ উদ্ধারের পর থেকে আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশ সুপার বলেন, “তুফান ও তার সহযোগী আগে থেকেই পরিকল্পনা করে প্রতি ঘণ্টা ২৫০ টাকা করে হোসাইনের ইজিবাইক ভাড়া নেন।
“বিভিন্ন স্থানে ঘুরে রাতে তাকে শহরের ভাটি লক্ষ্মীপুরে একটি মাদরাসার দেয়ালের পাশে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যান তারা।”
তিনি বলেন, “হত্যাকাণ্ডে জড়িত আরও একজনকে শনাক্ত করা হয়েছে। দ্রুত তাকেও গ্রেপ্তার করা হবে। তবে তার নাম প্রকাশ করছি না।”
দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।
এর আগে ২ জানুয়ারি দুপুরে হোসাইন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। পরদিন সকালে হোসাইনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ৪ জানুয়ারি হোসাইনের বড় বোন চম্পা আক্তার ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।