নেত্রকোণায় লরি চাপায় শিশু নিহত, চালক আটক

নানির সঙ্গে গোপালপুর বাজারে যাওয়ার পথে অন্তরকে লরি চাপা দেয়।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2024, 02:15 PM
Updated : 22 March 2024, 02:15 PM

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বালুবোঝাই একটি লরি চাপায় এক শিশুর প্রাণ গেছে। এ সময় উত্তেজিত জনতা লরিতে আগুন ধরিয়ে দেয়।

শুক্রবার বিকাল সোয়া ৪টার উপজেলার গোপালপুর বাজারে এ ঘটনার পর চালককে আটক করা হয়েছে বলে বারহাট্টা থানার ওসি রফিকুল ইসলাম জানান।

নিহত অন্তর মিয়া (৭) সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মাছিমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

আটক লরি চালক বাপ্পি মিয়া (১৮) বারহাট্টা উপজেলার বাইশদার গ্রামের মো. মতিউর রহমানের ছেলে।

বারহাট্টা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অন্তরের বাবা-মা ঢাকায় কাজ করেন। আর অনন্ত বারহাট্টার গুমুরিয়া গ্রামে তার নানার বাড়ি থাকত।

“বিকালে নানির সঙ্গে গোপালপুর বাজারে যাচ্ছিল অন্তর। এ সময় সময় মোহনগঞ্জগামী বালুবোঝাই একটি লরি অন্তরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এ সময় উত্তেজিত জনতা লরিটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।