“আমাদের পুলিশ বা র্যাবের কোনো টিম রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে নাই,” বলেন অতিরিক্ত পুলিশ সুপার।
Published : 14 Feb 2025, 07:53 PM
পাবনায় র্যাব ও গোয়েন্দা পুলিশের পোশাক পরে কয়েকটি বাড়িতে ডাকাতির অভিযোগ এসেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে পৌর এলাকার পাথরতলা মহল্লায় এ ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জাকির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে ভাড়া থাকেন তিনি। গত রাত সাড়ে ৩টার দিকে বাড়ির সব তালা ভেঙে ‘প্রশাসনের ছদ্মবেশে’ প্রবেশ করেন সাত-আট ব্যক্তি।
জাকির হোসেনের অভিযোগ, “আমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে, মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ঘরে থাকা টাকা-পয়সা ও সোনার গহনা নিয়ে তারা চলে যায়। তাদের ডিবি পুলিশ ও র্যাবের পোশাক পরা ছিল। তারা চার তলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ঘরেও লুটপাট ও ভাঙচুর করেছে।”
স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান বলেন, “ঘটনার রাতে পাথরতলা মহল্লার ছয়-সাতটি বাসার মেইন গেইটে নতুন তালা ঝুলিয়ে নেয় ওই চক্রটি। কেউ যেন বাড়ি থেকে বের হতে না পারে।”
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। সকালে এ খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করে কাজ শুরু করেছি।”
এ বিষয়ে পাবনা অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, “আমাদের পুলিশ বা র্যাবের কোনো টিম ওই এলাকায় রাতে অভিযান পরিচালনা করেন নাই। আমরা দ্রুত বিষয়টি উদঘাটন করে প্রকৃত অপরাধীদের বের করার চেষ্টা করছি।”