গ্রেপ্তারদের দেওয়া তথ্য অনযায়ী, হাঁড়, মাথার খুলি ও কাপড়ের অংশ উদ্ধার করেছে পুলিশ।
Published : 11 Nov 2024, 04:15 PM
খাগড়াছড়ির মানিকছড়িতে এক প্রবাসীর হত্যাকাণ্ডের ১১ বছর পর এ ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
অর্থনৈতিক লেনদেন নিয়ে বিরোধ ও পরকীয়ার জেরে প্রবাসী শাকিল প্রকাশ মুসাকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল।
সংবাদ সম্মেলনে এ পুলিশ কর্মকর্তা বলেন, “ওমান প্রবাসী শাকিলের সঙ্গে তার ভাবি নাসিমা আক্তারের পরকীয়া ছিল। শাকিল প্রবাসে থাকাকালীন আরেকজনের সঙ্গে নাসিমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে বিয়ে হয়। শাকিলের পাঠানো অর্থ আত্মসাতের জন্য কৌশলে তাকে ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর দেশে এনে খুন করেন নাসিমা ও তার সহযোগীরা। পরে লাশ গুম করা হয়।
“এরপর নাসিমা শাকিলের মাকে জানান যে, বাবা ও ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার ছেলেকে খুন করা হয়েছে। এ ঘটনার সাক্ষীও হন তিনি। কিন্তু পুলিশের তদন্তে নাসিমা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে সনাক্ত হয়।”
এ হত্যাকাণ্ডের ঘটনায় বর্তমানে নাসিমা তার স্বামী মনির হোসেন ও দেলোয়ারসহ চারজন কারাগারে রয়েছেন বলে জানান পুলিশ সুপার আরেফিন জুয়েল।
তিনি বলেন, “তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, খাগড়াছড়ির মানিকছড়ি ও চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তবর্তী এলাকা থেকে কিছু হাঁড়, মাথার খুলি ও কাপড়ের অংশ উদ্ধার করা হয়েছে। ডিএনএ পরীক্ষা করে সেগুলো শাকিলের কি-না তা জানা যাবে।”
সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।