“কয়েকদিন আগে তাদের মধ্যে ঝগড়া হলে দ্বিতীয় স্ত্রী বাপের বাড়ি চলে যান। তারপর থেকে তিনি একাই বাসাতে ছিলেন।”
Published : 19 Jan 2025, 05:04 PM
সিলেট নগরী থেকে গলায় ফাঁস লাগানো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দ্বিতীয় স্ত্রী চলে যাওয়ায় তিনি প্রায়ই ‘আত্মহত্যা করার’ কথা বলতেন বলে জানিয়েছেন স্বজনরা।
রোববার সকালে নগরীর সওদাগরটুলা এলাকার বারী মিয়ার কলোনির ৪৪ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক।
লাশ উদ্ধার হওয়া শুকুর আলী (৪০) সিলেটের বিশ্বনাথের রামপাশা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
তার বাচ্চাও রয়েছে। স্ত্রীদের সঙ্গে তার ঝগড়া-বিবাদ লেগে থাকত। কয়েকদিন আগে দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এ নিয়ে প্রায়শই আত্মহত্যা করার কথা বলতেন তিনি।
শুকুর আলীর ছোট ভাই করিমের বরাত দিয়ে কোতোয়ালি থানার এসআই দ্বীপরাজ ধর বলেন, “শুকুর আলী দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই বাসায় থাকতেন। কয়েকদিন আগে তাদের মধ্যে ঝগড়া হলে দ্বিতীয় স্ত্রী বাপের বাড়ি চলে যান। তারপর থেকে তিনি একাই বাসাতে ছিলেন।”
ওসি মো. জিয়াউল হক বলেন, “স্বজন-প্রতিবেশীরা বলছেন কয়েকদিন থেকেই শুকুর আলী অবসাদে ভুগছিলেন। গতরাতেও (শনিবার) প্রতিবেশীদের আত্মহত্যা করার কথা বলেছিলেন।
“লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশও প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”