অভিযানে ৪৫০ গ্রাম গাঁজা ও ১২৮টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
Published : 26 Nov 2024, 04:56 PM
চাঁদপুর সদরে জেলা টাস্কফোর্সের অভিযানে মাদক ও মাদক বিক্রির সরঞ্জামসহ এক ব্যক্তি ও তার দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেনাবাহিনী ও পুলিশ সোমবার ভোর ৬টার দিকে লক্ষ্মীপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ অভিযান চালায়।
গ্রেপ্তাররা হলেন- শ্রীরামপুর বহরিয়া বাজার এলাকার গাজী বাড়ির হাকিম গাজীর ছেলে শাহজাহান গাজী (৫৫) এবং তার দুই ছেলে ফয়েজ (২৫) ও পারভেজ গাজী (২২)।
আসাদুজ্জামান বলেন, “টাস্কফোর্সের অভিযানে ৪৫০ গ্রাম গাঁজা, ১২৮টি ইয়াবা, ১টি ডিজিটাল মেশিন, ১০টি মোবাইল ফোন এবং ১৬ হাজার ১১০ টাকাসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।”
আসামিদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান তিনি।