বৃদ্ধের ছেলে জানান, তার বাবার পায়ের স্যান্ডেল পানিতে হালকা স্রোতে ভেসে যেতে দেখে বাড়ির এক নারী এগিয়ে যান।
Published : 31 Aug 2024, 10:58 AM
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাড়ির পাশে বন্যার পানি থেকে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের জলিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পল্লী চিকিৎসক দীপংকর।
মৃত বৃদ্ধের নাম দিলীপ চন্দ্র সাহা (৭০)। তিনি ওই গ্রামের মৃত যতীন্দ্র চন্দ্র সাহার ছেলে।
দিলীপ চন্দ্রের ছেলে সমীর চন্দ্র সাহা জানান, বন্যার পানিতে রাস্তাঘাট ডুবে গেছে। বাড়ির উঠানেও কোমর সমান পানি। এর মধ্যে হঠাৎ তার বাবার পায়ের স্যান্ডেল পানিতে হালকা স্রোতে ভেসে যেতে দেখে বাড়ির এক নারী এগিয়ে যান।
“এ সময় তিনি বাবার নিথর দেহটি বন্যার পানিতে ভাসতে দেখে চিৎকার দেন। তখন বাড়ির অন্যান্য লোকজন এসে পানি থেকে বাবাকে উদ্ধার করে তাৎক্ষণিক এলাকার এক পল্লী চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
পরিবার সদস্যরা জানান, দিলীপ চন্দ্র সাহা বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে একটু অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার দুপুরের দিকে তিনি পাশের পোমগাঁও বাজার থেকে বাড়ি ফেরার সময় যে কোনোভাবেই সবার অজান্তে বন্যার পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেননি।
স্থানীয় পল্লী চিকিৎসক দীপংকর মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মরদেহটি দেখে ধারণা করা হচ্ছে নিয়ে আসার কমপক্ষে ২৫ থেকে ৩০ মিনিট আগেই ওই বৃদ্ধ মারা গেছেন।”
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রাণী চাকমা বলেন, “ওই বৃদ্ধের মৃত্যুর সংবাদ জেনেছি।”