ইফতার শেষে জেলার মধ্যনগর থেকে জামালগঞ্জের যাচ্ছিল ৫০ থেকে ৬০ জন যাত্রীসহ নৌকাটি।
Published : 30 Mar 2025, 12:53 AM
সুনামগঞ্জের জামালগঞ্জে বৌলাই নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে, যাদের দুইজন নারী ও দুটি শিশু।
শনিবার রাত ৯টার দিকে বেহেলী ইউনিয়নের মদনকান্দি গ্রামের পাশে নদীতে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কারও নিখোঁজ থাকার তথ্য নেই।
ইফতার শেষে জেলার মধ্যনগর থেকে জামালগঞ্জের যাচ্ছিল ৫০ থেকে ৬০ জন যাত্রীসহ নৌকাটি।
স্থানীয়দের বরাতে বেহেলী ইউপির সদস্য দেবাশীষ সরকার ও জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম নৌকাডুবিতে দুই নারী ও দুই শিশুর মৃত্যুর তথ্য দেন।
নিহতরা হলেন- জামালগঞ্জের বেহেলী ইউনিয়ন নয়াপাড়া গ্রামের তাপস চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৫০), মোহনগঞ্জ থানার হাতনি গ্রামের কল্পনা সরকার, তার দেবরের চার বছর বয়সী মেয়ে এবং কলমাকান্দা থানার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গা সরকার (৬)।
এছাড়া নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের ছেলে নিরব সরকারকে (১০) গুরতর অসুস্থ অবস্থায় জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে পাঠিয়েছেন।
ওসি সাইফুল বলেন, নৌকাডুবিতে চারজনের মৃত্যুর খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যরা রওয়ানা হয়েছেন।
ইউপি সদস্য দেবাশীষ বলেন, মধ্যনগর থেকে যাত্রী বোঝাই নৌকাটি বেহেলী আসার পথে বৌলাই নদীর হারারকান্দী মোড়ে বাঁক ঘোরার সময় ডুবে যায়। পরে চারজনের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে।
তিনি বলেন, শনিবার মধ্যনগর উপজেলায় হাট বসে। ওইদিন জামালগঞ্জসহ বিভিন্ন এলাকার ক্রেতা বিক্রেতাদের অনেকে নৌকায় করে যাতায়াত করেন।