তাদের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
Published : 06 Nov 2024, 04:03 PM
সাতক্ষীরায় পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ দুইজনকে আটক করা হয়েছে; যাদের অস্ত্র ব্যবসায়ী বলছে সেনাবাহিনী।
সোমবার ও মঙ্গলবার শহরের কুচপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।
আটকরা হলেন-কুচপুকুর এলাকায় শাহাজাহান আলীর ছেলে মুকুল হোসেন ও একই এলাকায় নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গোপন সংবাদে সোমবার ভোরে নিজ বাড়ি থেকে অস্ত্র ব্যবসায়ী মুকুলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে মঙ্গলবার ভোরে একই এলাকায় নজরুল ইসলামের ছেলে আরিফুলকে গ্রেপ্তার করা হয়।
“পরে তাদের দেওয়া তথ্যে একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি অ্যামুনেশন (গুলি), ছয়টি মোবাইল ফোন, তিনটি পাসপোর্ট, এক লাখ ইরাকি দিনার, একটি চাকু ও ২ লাখ ২ হাজার ৪৫০ টাকাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।”
উদ্ধার অস্ত্রগুলো ছাত্র আন্দোলন চলাকালীন ৫ অগাস্ট সদর থানা থেকে লুট করা হয় বলে জানা গেছে।
দুই অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ভাঙচুর, লুটপাট, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।