“পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্ন ঈদ যাত্রায় খুশি যাত্রীরা।”
Published : 28 Mar 2025, 12:38 PM
দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত পদ্মা সেতুর মাওয়া দিয়ে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এরই মধ্যে মাওয়া টোল প্লাজা থেকে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে।
সেতু কর্তৃপক্ষ বলছে, শুক্রবার ভোর থেকেই ঈদযাত্রার চাপ সামাল দিতে হিমশিম অবস্থা। এদিন সকাল ৬টা থেকে বেলা ১০টা পর্যন্ত চার ঘণ্টায় প্রায় ৫ হাজার মোটরসাইকেল সেতু পার হয়েছে।
সকালে বেশি চাপের কারণে মোটরসাইকেল বুথ বাড়িয়ে তিনটি করা হয়। মোট নয়টি লেন দিয়ে গাড়ি পারাপার করা হচ্ছে। বাকি লেনগুলো দিয়ে প্রাইভেটকার, জিপ, মাইক্রোবাস ও মিনিবাসসহ সব ধরনের যানবাহন সেতু পার হচ্ছে।
যানবাহনের চাপ কখনও কমছে, আবার কখনও গাড়ির লাইন বেড়ে লম্বা হচ্ছে। আবার কখনও ফাঁকা হয়ে যাচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বলেন, বৃহস্পতিবার পদ্মা সেতু দিয়ে ২৭ হাজার ৬৮৩টি যান পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৩ কোটি ৭ লাখ টাকারও বেশি। সেতুর ৭টি পয়েন্টে সেতু কর্তৃপক্ষসহ নিরাপত্তা কর্মীরা সার্বক্ষণিক মনিটর করছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেনাবাহিনী মাঠে রয়েছে। চারশ পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীও কাজ করছে। এদিকে পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্ন ঈদ যাত্রায় খুশি যাত্রীরা। এছাড়া দুই পাশের এক্সপ্রেসওয়েতেও ঝক্কি-ঝামেলা ছাড়াই যাতায়াত করছে ঘরমুখো মানুষ।”