দুর্গন্ধ পেয়ে ঘরের দরজা ভেঙে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

নাটোরের ওই যুবকের ঘরের পাশে নলকূপে পানি নিতে গিয়ে স্থানীয় এক কৃষক দুর্গন্ধ পেয়ে স্বজনদের জানান।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2024, 12:38 PM
Updated : 15 March 2024, 12:38 PM

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ঘর থেকে দুর্গন্ধ পেয়ে দরজা ভেঙে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার খাকসা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম-সার্কেল) শরীফ আল রাজীব।

নিহত মো. লিটন আহমেদ (৪০) ওই এলাকার রুস্তম আলীর ছেলে। প্রথম স্ত্রীর পর দ্বিতীয় পক্ষের সঙ্গেও ছাড়াছাড়ি হলে বাড়িতে একাই থাকতেন লিটন।

প্রতিবেশী শরিফ আহমেদ বলেন, চার দিন আগে লিটন রাতে খাবার খেয়ে নিজ ঘরে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দুপুরে লিটনের ঘরের পাশে নলকূপে পানি নিতে গিয়ে স্থানীয় এক কৃষক দুর্গন্ধ পেয়ে স্বজনদের জানান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রাজীব বলেন, “ঘরের দরজা ভেঙে লিটনের লাশ খাটের ঠিক নিচে পাওয়া যায়। রাজশাহীর ক্রাইম সিন ইউনিটের সদস্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়েছে। লাশে হালকা পচন ধরেছে। অসুস্থতা, আত্মহত্যা বা অন্যকোনো কারণে তার মৃত্যু হতে পারে।”

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে; এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।