রাজশাহীতে গণতান্ত্রিক আইনজীবী সমিতির ‘বিশেষ’ সভা

আইনজীবীদের সংগঠিত হয়ে সফলতার পক্ষে কাজ করার আহ্বান জানান বক্তারা।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2022, 06:53 PM
Updated : 17 August 2022, 06:53 PM

রাজশাহীতে গণতান্ত্রিক আইনজীবী সমিতির ‘বিশেষ’ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে নগরীর একটি রেস্তোরাঁয় এ সভা হয় বলে বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও রাজশাহী আইনজীবী বার সমিতির সাবেক সভাপতি মো. ইয়াহিয়ার জানান।

তিনি সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। এতে সভাপতিত্ব করেন রাজশাহী গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি মো. লোকমান আলী।

সভায় বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট মো. আলী আজম, রাজশাহী গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহ-সভাপতি বাবু অসিত কুমার স্যানাল এবং রাজশাহী আইনজীবী বার সমিতির ও রাজশাহী গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হামিদুল হক ছাড়াও জেলার বিভিন্ন আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বারকে সব সময় সবার ওপরে রাখতে হবে এবং আইনজীবীদের উন্নয়নে কাজ করতে হবে।

আইনজীবীদের সংগঠিত হয়ে সফলতার পক্ষে কাজ করার আহ্বান জানান বক্তারা।