“হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।”
Published : 27 Feb 2025, 05:32 PM
রাঙামাটির রাজস্থলী উপজেলায় বুনো হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইথাক পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে রাজস্থলী থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানান।
নিহত উসুসিং মারমা ওই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি ইকবার বলেন, “সকালে নিজ বাড়ি থেকে বাগানে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন উসুসিং মারমা।
“হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।”
খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।