রাজবাড়ীর কালুখালী উপজেলায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামতলাপড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মাজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম।
নিহত আসাদ শেখ (১৬) একই গ্রামের মো. বক্কার শেখের ছেলে।
স্থানীয়দের বরাতে চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসাদ শেখ, স্বাধীন শেখ ও আশিক তিনজন মাঠে ধানের চারা রোপন করছিলো। বেলা ১২টার দিকে ধান রোপন শেষে তারা বাড়িতে ফিরছিলো। এসময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে আসাদ শেখ জমিতে পড়ে যায়।
স্বাধীন শেখ ও আশিক আসাদকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক মো. আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এখানে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।”