বরিশাল থেকে ফরিদপুর যাওয়ার পথে খালি পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পড়ে যায়।
Published : 22 Nov 2024, 01:03 PM
বরিশালের গৌরনদী উপজেলায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থলে অবস্থিত আরিফ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান।
নিহতরা হলেন, পিকআপ ভ্যানের চালক ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বড়
বিবির গ্রামের মুকুল (৩৫) এবং ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ডুমুরদি গ্রামের মৃত আফছার মোল্লার ছেলে মো. বাদল মোল্লা (৪০), তিনি পেশায় ব্যবসায়ী ।
ওসি আমিনুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে একটি খালি পিকআপ ভ্যান বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, ডোবায় পড়া পিকআপের চালক ও আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
ওসি আমিনুর জানান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও পিকআপটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।