টঙ্গী ছাড়াও বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও ছিনতাইসহ আসামির বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
Published : 25 Oct 2024, 08:49 PM
গাজীপুরের টঙ্গীতে গ্রেপ্তার ২০ মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে।
শুক্রবার বেলা ৩টার দিকে মরকুন এলাকায় এ ঘটনা ঘটে বলে টঙ্গী-পূর্ব থানার ওসি কায়সার আহমেদ জানান।
গ্রেপ্তার ইব্রাহিম খলিল অপু (২০) ওই এলাকার প্রয়াত ইমান আলীর ছেলে।
ওসি কায়সার আহমেদ বলেন, অপুর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও ছিনতাইসহ ২০ মামলা রয়েছে। এর মধ্যে নয় মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে।
নিজেকে স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের সভাপতি দাবি করা ইব্রাহিম খলিল অপু দুই বছর ধরে পলাতক ছিলেন।
বিকালে মরকুন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিএনজি চালিত অটোরিকশায় থানায় নিয়ে আসছিল পুলিশ।
তখন ‘কিছু লোক’ তাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে অপুকে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় ওসি কায়সার আহমেদ।