“পুলিশ দেখে মোটরসাইকেলে করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।”
Published : 30 Jul 2024, 02:32 PM
ঝিনাইদহ শহরে সোনার দোকানে নিয়ে যাওয়ার সময় কুরিয়ার সার্ভিসে আসা একটি কার্টন থেকে ১৮১ ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ।
বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ওই স্বর্ণালংকার জব্দ এবং দোকান মালিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের সরকারি কেসি কলেজের পাশে এ ঘটনা ঘটে বলে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান জানান।
আটক অনিমেষ মজুমদার শহরের স্বর্ণকার পট্টির ‘গিনি হাউজের’ মালিক।
ঘটনার বর্ণনায় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “গিনি হাউজের কর্মী মিঠুন একটি কুরিয়ার সার্ভিস থেকে একটি কার্টন ডেলিভারি নিয়ে দোকানে ফিরছিলেন। পথে কেসি কলেজর গলিতে মোটরসাইকেলে করে আসা ছয়জন ছিনতাইকারী ওই কার্টন ছিনতাইয়ের চেষ্টা করে। এক পর্যায়ে তারা মিঠুনকে মারধর করতে থাকে।
“এ সময় ঝিনাইদহ সদর থানার এসআই জিয়া সেখানে পৌঁছে মিঠুনকে উদ্ধার করেন। পুলিশ দেখে মোটরসাইকেলে করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পুলিশ ওই কার্টনের ভেতর থেকে ১৮১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে।”
ওই স্বর্ণগুলোর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ এবং গিনি হাউজের মালিক অনিমেষ মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর জানান।
ঝিনাইদহ সদর থানার এসআই জিয়া বলেন, “আমি দেখি মিঠুনকে মারধর করে কার্টনটি ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছে। তখন আমি ছিনতাইকারীদের আটক করার চেষ্টা করি।
“কিন্তু স্থানীয়রা কেউ এগিয়ে না আসায় ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আমি আমার ঊর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করি।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে সদর থানার ওসি শাহীন উদ্দিন বলছিলেন, উদ্ধার হওয়া স্বর্ণের মধ্যে দুটি স্বর্ণের বার, ২৪টি চুড়ি ও ছয়টি চেইন রয়েছে। এগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।