ঘটনাস্থল থেকে কভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ।
Published : 26 Dec 2024, 09:18 PM
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি কভার্ড ভ্যান ভর্তি ভারতীয় সুতা উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ। এ সময় কভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার সূবর্নসাড়া এলাকায় থেকে সুতাগুলো জব্দের খবর জানান বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক।
আটক কভার্ড ভ্যান চালক শুকুমার চন্দ্র (৫২) যশোরের মনিরামপুর উপজেলার মুজগুন্নি গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে।
পরিদর্শক বলেন, শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা বিভিন্ন ব্র্যান্ডের সুতাগুলো পোশাক কারখানায় সরবরাহ হওয়ার কথা। অথচ তা না করে একটি চক্র রাজস্ব ফাঁকি দিয়ে গোপনে চোরাচালানের মাধ্যমে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন তাঁত শিল্প এলাকায় এসব সুতা বাজারজাত করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন। এদের সঙ্গে তাঁত শিল্প সমৃদ্ধ বেলকুচির একটি চক্রও জড়িত রয়েছে।
তিনি বলেন, “বুধবার রাতে চট্টগ্রাম থেকে আসা ভারতীয় সুতা ভর্তি একটি কভার্ড ভ্যান বেলকুচি উপজেলার তামাই যাচ্ছিল। ওই সময় সংবাদকর্মীদের সহযোগীতায় স্থানীয়রা গাড়িটি আটক করলেও চোরা কারবারীরা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে কভার্ড ভ্যানটিসহ ভারতের তৈরি এসটি গোল্ড ব্রান্ডের ৮১ কার্টুন সুতা জব্দ এবং কভার্ড ভ্যানের চালককে আটক করে।”
এ ঘটনায় বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করা হয়েছে জানিয়ে পরিদর্শক আব্দুল বারিক বলেন, “আটক চালককে এজাহারভুক্ত এবং অজ্ঞাত পরিচয় ৭-৮ জনকে আসামি করা হয়েছে।”