২৪ অগাস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি মোরসালিন।
Published : 08 Oct 2023, 06:17 PM
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নিখোঁজের ১১ দিন পরও সন্ধান মেলেনি এক স্কুল ছাত্রের।
রোববার এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, ৩১ অগাস্ট জিডি করেছে শিশুর পরিবার। পুলিশ তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
নিখোঁজ মোরসালিন (১২) উপজেলার সরাতৈল চেংটার চরের রুবেল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
মোরসালিনের দাদা সোনা উল্লাহ জানান, ২৪ অগাস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি মোরসালিন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: