আটকদের মধ্যে তিনটি শিশু থাকায় মুচলেকা নিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Published : 20 Jan 2025, 06:23 PM
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত থেকে আট বাংলাদেশিকে আটক করেছেন বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের সদস্যরা।
রোববার মধ্যরাতে বোদা থানাধীন বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৭/৬-এস থেকে ১০০ গজ বাংলাদেশের ভেতরে কাজীপাড়া সীমান্ত এলাকা থেকে এদের আটক করা হয় বলে বোদা থানায় পরিদর্শক
রেদয়ানুল হক মণ্ডল জানান।
আটকরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট চন্ডীপুর গ্রামের জিতেন্দ্র নাথ রায়ের ছেলে বিশ্বজিত রায় (২৭), তার স্ত্রী খুশি রায় (২৩) ও ছেলে প্রানাভি রায় (৩), একই জেলার কাহারোল উপজেলার তেলিয়ান গ্রামের শ্রী ভবেস রায়ের ছেলে শ্রী রতন রায় (৩০), স্ত্রী চন্দনা রাণী রায় (২৮), ছেলে শ্রী সমর রায় (১০) ও মেয়ে চুমকা রাণী রায় (৮)।
পঞ্চগড়ের বোদা উপাজেলার উৎকুড়া গ্রামের ধমেশ্বর রায়ের ছেলে শ্রী সুজন রায় (২১)।
আটকদের মধ্যে তিনটি শিশু থাকায় সোমবার সকালে মুচলেকা নিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে বিজিবি জানায়, একাধিক দালালের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা চুক্তিতে ভারতে আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশে সীমান্ত এলাকায় এসেছিলেন তারা।
পরে আটকদের বোদা থানায় সোপর্দ করা হয়েছে।
রেদয়ানুল হক মণ্ডল বলেন, প্রাপ্তবয়স্ক পাঁচজনের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে থানায় মামলা করলে সোমবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।