একদিন আগে তানভীরের পেটে ছুরি মেরে হত্যা করা হয় বলে জানায় পুলিশ।
Published : 14 Nov 2024, 12:55 AM
রাজবাড়ী সদরে ছাত্রলীগের এক নেতাকে হত্যার ঘটনায় করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার একদিন পর বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।
গ্রেপ্তাররা হলেন- রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে কাজল (২১) এবং নতুন বাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ (৩০)।
নিহত তানভীর মিয়া (২২) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একই এলাকার বাবু সিকদারের ছেলে।
এ ঘটনায় বুধবার সকালে তানভীরের মামা আলম শেখ বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও আট থেকে ১০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের বিনোদপুর এলাকায় তানভীরের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করায়।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তানভীর মারা যান বলে জানান তিনি।
তিনি বলেন, সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৪ নম্বর আসামি কাজল এবং ৮ নম্বর আসামি রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।