তীব্র গরমে নাভিশ্বাস ওঠা জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে লোডশেডিং; ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই।
Published : 05 Jun 2023, 11:29 PM
স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা দেখল উত্তরের জেলা দিনাজপুর। রোববার এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা খুঁজতে গিয়ে আবহাওয়া অফিসের কর্মকর্তারা দেখতে পান, গত ৬৫ বছরে এত গরম আর অনুভূত হয়নি।
সবশেষ ১৯৫৮ সালের ৩ জুন দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর রোববারই তাপমাত্রার পারদ এত উপরে উঠেছে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, গত সপ্তাহজুড়ে জেলায় তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ১ ডিগ্রি, যা ১৯৫৮ সালের পর সর্বোচ্চ।
তীব্র গরমে নাভিশ্বাস ওঠা জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে লোডশেডিং। ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই।
স্থানীরা বলছেন, সারাদিন প্রচণ্ড গরম আর লোডশেডিংয়ের মধ্যে কাজ করে বাড়ি ফিরেও স্বস্তি নেই। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে রাতের ঘুমও ঠিকমতো হচ্ছে না। ফলে দুর্বিসহ দিন কাটাচ্ছেন দিনাজপুরবাসী।
দাবদাহের কারণে দুপুরের পর শহরের সড়কগুলো প্রায় জনশূন্য হয়ে পড়ে। অটোরিক্সা-ভ্যানসহ যানবাহন চলাচলও হয়ে পড়ে সীমিত।