ঘটনার সময় সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি ঢাকায় ছিলেন।
Published : 04 Aug 2024, 09:49 PM
সরকারপতনের এক দফা দাবিতে অসহযোগের মধ্যে চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনির বাসভবনে হামলা হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় তার বাসভবনের সামনে বিএনপি-জামায়াত কর্মীরা জড়ো হয়ে এই হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ওই ভবনের নিচে দৈনিক চাঁদপুর বার্তা নামের স্থানীয় একটি পত্রিকার কার্যালয় রয়েছে। ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারি বলেন, বিএনপি-জামায়াত কর্মীরা ভবনের নিচে থাকা কয়েকটি মোটর সাইকেল ও ভবনের পাইপ ভাঙচুর করে।
তারা দৈনিক চাঁদপুর বার্তার কার্যালয়েও হামলা চালায় অফিসের জানালার কাচ ভাঙচুর করে বলে জানান শহীদ পাটোয়ারি।
ঘটনার সময় সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি ঢাকায় ছিলেন। তবে তার স্বজনরা বাড়িতে ছিলেন বলে দলের কর্মীরা জানিয়েছেন।