ত্যাগী নেতাদের উপেক্ষা করে পছন্দের ব্যক্তিদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছিল বলে অভিযোগ নেতাকর্মীদের।
Published : 21 Jan 2025, 11:34 PM
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার দুই দিনের মাথায় বিলুপ্ত করা হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুই কমিটি বিলুপ্তির ঘোষণা দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আব্দুল আলিম।
এর আগে রোববার জেলা বিএনপির নেতারা শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। পরে কমিটি নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
আব্দুল আলিম বিএনপির সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের (শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক) আহ্বায়ক কমিটি গঠন দলের প্রধানের দায়িত্বে রয়েছেন।
রোববার রাত ৮টায় জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের স্বাক্ষরে শ্যামনগরে নুতন আহ্বায়ক কমিটি ঘোষণা হরা হয়। এ নিয়ে সোমবার সারাদিন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ত্যাগী নেতাদের উপেক্ষা করে পছন্দের ব্যক্তিদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ পদবঞ্চিত নেতাকর্মীদের।
সোমবার বেলা ১০টায় শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় উপজেলা প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিল থেকে ‘অযোগ্য কমিটি’ বাতিলের দাবি জানান নেতাকর্মীরা।
একই দিন সকালে একপক্ষের হামলায় নবগঠিত পৌর কমিটির শামসুদ্দোহা টুটুল ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং হাফিজুর রহমানসহ অন্তত আট থেকে ১০ জন আহত হন।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আব্দুল আলিম বলেন, কেন্দ্রের নির্দেশে কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগের কমিটিসহ ১৯ জানুয়ারি ঘোষণা করা কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
তবে দ্রুত সময়ের মধ্যে কাউন্সিলের মধ্য দিয়ে তৃণমূলের সমর্থনের ভিত্তিতে নতুন ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করা হবে বলে জানান বিএনপির এই নেতা।