এসআই জাহাঙ্গীর বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছি।”
Published : 01 Sep 2024, 06:09 PM
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জাতীয় রাজস্ব বোর্ডের এক কর্মকর্তাকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেশবপুর চেচুয়া বাজার হাজী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে বলে বলে মুক্তাগাছা থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানান।
আহত সহকারী রাজস্ব কর্মকর্তা রিয়াজুল হক রিয়াদ (৩১) ৩৫তম বিসিএস নন-ক্যাডার থেকে চাকরিতে যোগদান করেন। তিনি নারায়ণগঞ্জে কর্মরত। তিনি উপজেলার দুল্লা ইউনিয়নের চণ্ডিমণ্ডপ গ্রামের মৃত শামসুল হকের ছেলে। সাপ্তাহিক ছুটিতে গ্রামের বাড়ি এসে রিয়াদ হামলার শিকার হন।
এ ঘটনায় রিয়াদের মা রুবিনা ইয়াসমিন বাদী হয়ে স্থানীয় বিল্লাল হোসেন (৫৫) এবং তার ছেলে মো. নাহিদের (২৮) বিরুদ্ধে মুক্তাগাছা থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, বিল্লাল ও তার ছেলে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। নাহিদ ধর্ষণ চেষ্টা মামলার আসামি। ২০১৬ সালে রিয়াদের বাবা মারা যায়। এরপর থেকে বিল্লাল হোসেন বিয়াদদের জমি দখলের চেষ্টা করে আসছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে বিল্লাল হোসেন তার লোকজন নিয়ে রিয়াদের ওপর হামলা করে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা রিয়াদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত রিয়াজুল হক রিয়াদ বলেন, “আমাকে মেরে ফেলার টার্গেট নিয়ে তারা হামলা করেছে। লোহার রড দিয়ে মাথা ও শরীরে এলোপাতাড়ি মারতে থাকলে লোকজন এসে রক্ষা করে। পরে হাসপাতালে ভর্তি হলে চারটি সেলাই লাগে।”
এ বিষয়ে জানতে বিল্লাল হোসেন ও তার ছেলে নাহিদের মোবাইল ফোনে কল করলেও তারা রিসিভ করেননি।
এসআই জাহাঙ্গীর বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”