কালো জ্যাকেট ও প্যান্ট পরা যুবকের বয়স হবে আনুমানিক ২৫ থেকে ২৬ বছর।
Published : 09 Feb 2024, 09:11 AM
ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে এক অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন জানিয়েছেন।
ওসি বলেন, সকালে পার্কে হাঁটতে যাওয়া লোকজন ব্রহ্মপুত্র নদের পাড়ে যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কালো জ্যাকেট ও প্যান্ট পরা যুবকের বয়স হবে আনুমানিক ২৫ থেকে ২৬ বছর। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে হাত পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যার পর লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম পরিচয় জানার পাশাপাশি হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।