বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আগুন লেগে ঘরে ঘুমন্ত এক বৃদ্ধা মারা গেছেন।
শুক্রবার শেষ রাতে আনন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ওসি মো. আমিনুল ইসলাম।
নিহত ৬০ বছর বয়সি ফুলি খাতুন ওই গ্রামের খেলাফত শেখের স্ত্রী।
ওসি আমিনুল জানান, গোয়াল ঘরের পাশের ঘরে ঘুমাতেন ফুলি খাতুন। রাত ৩টার দিকে গোয়াল ঘরে আগুন লাগে। আগুন তার ঘরেও ছড়িয়ে পড়ে। তিনি ঘুমিয়ে থাকায় ঘর থেকে বের হতে পারেননি।
“বাড়ির লোকজন ও প্রতিবেশিরা মিলে আগুন নেভায়। পরে ফুলি খাতুনকে দগ্ধ অবস্থায় খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। আগুনে তার সারা শরীর ঝলসে যায়। সকাল ৮টার দিকে বাড়িতেই মারা যান তিনি।
এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি আমিনুল।