১০ টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা: ছেলের আমৃত্যু কারাদণ্ড

রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন আসামি।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2022, 09:46 AM
Updated : 28 Nov 2022, 09:46 AM

লক্ষ্মীপুরের রায়পুরে নেশার টাকার জন্য মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. জাফর রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামের বাসিন্দা।

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সাজার পাশাপাশি বিচারক তাকে ১০ হাজার টাকাও জরিমানা করেছেন।

মামলার বরাতে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন জানান, জাফর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে গিয়ে মাদক সেবন শুরু করেন। এ জন্য জাফরকে অনেক টাকা ঋণ করতে হয়। ওই ঋণ পরিশোধ করার জন্য তিনি বিভিন্ন সময়ে মায়ের কাছে টাকা দাবি করতেন।

২০২০ সালের ২৮ অগাস্ট সকালে জাফর তার ৬০ বছর বয়সী মা শেফালী বেগমের কাছে নেশার জন্য ১০ টাকা দাবি করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাফর তার মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনার পর রাতেই জাফরকে আসামি করে রায়পুর থানায় মামলা করেন তার বাবা হোসেন আলী। এরপর জাফরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তদন্ত শেষে পুলিশ একই বছরের ২৩ ডিসেম্বর জাফরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।