টেকনাফে ২ কেজি ক্রিস্টাল মেথ জব্দ, ‘চোরাকারবারি’ গ্রেপ্তার

মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে আসার খবরে টেকনাফ সদরের নাজির পাড়ায় বিজিবি এ অভিযান চালায়।

টেকনাফ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2023, 02:16 PM
Updated : 6 June 2023, 02:16 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই কেজির বেশি ক্রিস্টাল মেথসহ এক ব্যক্তি ধরা পড়েছেন, যাকে চোরাকারবারি বলছে বিজিবি।

মঙ্গলবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবি- ২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

গ্রেপ্তার মো. মেহেদি হাসান (৩০) ওই ইউনিয়ন খাংকারপাড়ার বাসিন্দা।

অধিনায়ক মহিউদ্দীন আহমেদ বলেন, মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হচ্ছে–এমন খবর পেয়ে বিজিবির ওই এলাকায় কেওড়া বাগানে অবস্থান নেয়।

মহিউদ্দীন বলেন, কিছুক্ষণ পর টহলদল এক চোরাকারবারিকে নাফ নদী পার হয়ে আসতে দেখে। তার হাতে ১টি পলিথিনের ব্যাগ ছিল। দূর থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার হাতে থাকা পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিজিবি তাকে আটক করে।

তিনি বলেন, পরে তার দেওয়া তথ্য মতে কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে একটি কালো পলিথিনের ব্যাগের ভেতর থেকে ২ কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।

মেহেদির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।