হানিফের স্ত্রী তাসলিমা বেগম বলেন, রাতে একজনের ফোন পেয়ে হানিফ ঘর থেকে বাইরে যান।
Published : 21 Jan 2025, 06:03 PM
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার মধ্যরাতে উপজেলার উত্তর ছয়ঘরিয়া এলাকায় থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় বলে ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম জানান।
নিহত মো. হানিফ (৩৫) ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
হানিফের স্ত্রী তাসলিমা বেগম বলেন, রাতে একজনের ফোন পেয়ে হানিফ ঘর থেকে বাইরে যান। পরে লোকজনের কাছে তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যাওয়ার খবর পান। তখন তিনি ঘটনাস্থলে গিয়ে স্বামীর মরদেহ দেখতে পান।
তবে কারা, কেন হানিফকে হত্যা করেছে সে বিষয়ে কিছুই জানেন না বলেও জানান তাসলিমা। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।
পুলিশ জানায়, মধ্যরাতে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন থানায় খবর দেয়। হানিফের মাথায়, দুই হাতের কনুই, হাতের কব্জিসহ ১২টি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ধারণা করছে, চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ পাঠানো হয়েছে বলে জানান ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম।
তিনি বলেন, “পুলিশ ঘটনার ক্লু উদঘাটনের কাজ করছে। জড়িতদের গ্রেপ্তার ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।”