সিরাজগঞ্জে পরীক্ষার্থীদের উপর খুলে পড়ল চলন্ত ফ্যান

কেন্দ্রে দায়িত্বে থাকা চিকিৎসক জানান, তিন শিক্ষার্থীর মধ্যে একজনের ডান হাতে, একজনের গালে ও আরেকজনের মাথায় আঘাত লাগে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2023, 01:02 PM
Updated : 7 May 2023, 01:02 PM

সিরাজগঞ্জ শহরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের একটি কক্ষের চলন্ত ফ্যান খুলে তিন শিক্ষার্থীর উপর পড়েছে।

রোববার সকালে পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে শহরের হাজী আহম্মদ আলী আলিয়া মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে কেন্দ্র সচিব ও আলোকদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদরাসার অধ্যক্ষ দুলাল হোসেন জানান।

আহতরা সদর উপজেলার চিলগাছা দাখিল মাদরাসার শিক্ষার্থী। তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার পর আহতরা পরীক্ষা নিতে পেরেছেন।

কেন্দ্র সচিব জানান, গণিত পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে ওই কেন্দ্রের ৬ নম্বর কক্ষের একটি চলন্ত ফ্যান হঠাৎ খুলে তিন শিক্ষার্থীর উপরে পড়ে। এতে শিক্ষার্থীরা আহত হলেও গুরুতর ছিল না। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের তাৎক্ষণিক চিকিৎসায় শিক্ষার্থীরা সুস্থ হয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করেছে।  

কেন্দ্রের দায়িত্বে থাকা উপ-সহকারী (কমিউনিটি) চিকিৎসা কর্মকর্তা এসএম মনিরুজ্জামান জানান, ফ্যান পড়ে তিনজন শিক্ষার্থীর মধ্যে একজনের ডান হাতে, একজনের গালে ও আরেকজনের মাথায় হালকা আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসার পর তারা সবাই পরীক্ষা দিয়েছে। তেমন অসুবিধা হয়নি।

ফ্যানটি তিন বছর আগে লাগানো হয়েছিল বলে হাজী আহাম্মদ আলী আলিয়া কামিল এমএ মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম জানান।