চাঁপাইনবাবগঞ্জে ‘নদীতে মাছ ধরতে গিয়ে’ বিএসএফের গুলিতে যুবক আহত

বিজিবি জানায়, উন্নত চিকিৎসার জন্য ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2024, 10:52 AM
Updated : 17 Feb 2024, 10:52 AM

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নদীতে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

শনিবার ভোরে উপজেলার পোল্লাডাঙ্গা সীমান্তে মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে বলে রহনপুর ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান।

আহত জাহাঙ্গীর আলম (২৩) ওই উপজেলার কলোনিপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বিজিবি অধিনায়ক জানান, ভোরে মহানন্দা নদীতে মাছ ধরার সময় জাহাঙ্গীর ভারতীয় অংশে চলে যান। তখন বিএসএফ গুলি চালালে তিনি আহত হন।

জাহাঙ্গীরের ডান হাতের কনুইয়ে গুলি লেগেছে জানিয়ে বিজিবি কর্মকর্তা আরও বলেন, “স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান লেফটেনেন্ট কর্নেল গোলাম কিবরিয়া।