পতেঙ্গায় মাছ ধরার ট্রলারে আগুন

“ইঞ্জিনে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2024, 09:25 AM
Updated : 28 March 2024, 09:25 AM

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট সংলগ্ন নদীতে অগ্নিকাণ্ডের এ ঘটনায় চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আহতরা হলেন- জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫) ও মো. এমরান (২৮)।

পতেঙ্গা থানার ওসি কবীরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা সোয়া ১২টার নদীতে নোঙর করে রাখা কাঠের তৈরি ওই ট্রলারে আগুন লাগে। ইঞ্জিনে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

আগুন লাগার পর পাশে নোঙর করে রাখা বে-ওয়ান ক্রুজ থেকে ট্রলারটির রশি কেটে দেওয়া হয়। পরে সেটি ভেসে ১৫ নম্বর ঘাটের দিকে চলে যায়। কোস্ট গার্ড, বঙ্গবন্ধু টানেলের টাগ বোট এবং নৌ বাহিনী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান ওসি।  

তিনি বলেন, আগুন লাগা ট্রলার থেকে থেকে স্থানীয় লোকজন চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তাৎক্ষণিকভাবে ট্রলার মালিকের নাম জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।