বগুড়ায় ডিসির মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

এ বিষয়ে রোববার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2023, 06:17 PM
Updated : 28 Jan 2023, 06:17 PM

বগুড়া জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে একটি চক্র উপনির্বাচনের বিভিন্ন প্রার্থীর কাছ থেকে চাঁদা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। 

শনিবার রাত সোয়া ৮টার দিকে এ বিষয়ে জেলা প্রশাসকের তরফে ফেইসবুক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

এতে বলা হয়েছে, বগুড়া ৪ ও ৬ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলামের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন প্রার্থীর কাছে অর্থ দাবি করা হয়েছে। এভাবে কেউ অর্থ দাবি করলে তা যাচাই-বাছাইয়ের পাশাপাশি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসককে জানাতে অনুরোধ করা হয়েছে। 

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “আমার অফিসিয়াল নম্বর ক্লোন করে বগুড়া-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপুর কাছে চাঁদা দাবি করা হয়। তিনি বিষয়টি আমাকে জানালে চক্রটির বিষয়ে জানতে পাই। প্রতারকরা উপনির্বাচনে অবৈধভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবি করছে।”

এ বিষয়ে রোববার আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।