ভৈরবে নদীভাঙনে নিখোঁজ দ্বিতীয় জনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর ভাঙনে নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে দ্বিতীয় জনের লাশ পাওয়া গেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2022, 02:55 PM
Updated : 22 June 2022, 02:55 PM

বুধবার দুপুরে মোস্তাকিন মিয়া (২৫) নামে এই শ্রমিকের লাশ উদ্ধার করা হয় বলে ভৈরববাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আজিজুল হক রাজন জানান।

এর আগে মঙ্গলবার দুপুরে শরীফ মিয়া (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেন ডুবুরিরা।

মিল মালিক মো. সবুজ জানান, রোববার সকাল ৯টার দিকে উজান নেমে আসা পাহাড়ি ঢলে উত্তাল হয়ে ওঠে মেঘনা নদী। পানির তোড়ে নদীর তীরে তার রাইস মিলের পাঁচিল ধসে তলিয়ে যায়। সেখানে ছিল মিল শ্রমিকদের থাকার ঘর। সেই ঘরের পাশে নদীভাঙন দেখা দেয়। ঘরের মালপত্র সরানোর সময় দুই শ্রমিকসহ ঘরটি মেঘনায় বিলীন হয়ে যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আজিজুল বলেন, মোস্তাকিনের লাশ ভাঙন এলাকায় চাপা পড়ে ছিল। অনুসন্ধান চালাতে গিয়ে তারা খুঁজে পান।