শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা-অরাজকতা হতে দেব না: শিক্ষামন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 May 2022 05:59 PM BdST Updated: 29 May 2022 05:59 PM BdST
দেশের শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করে অরাজক পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
চাঁদপুর বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে রোববার শিক্ষামন্ত্রী সাংবাদিকদের কাছে সরকারের এই অবস্থানের কথা জানান।
তিনি অভিযোগ করেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বার্থান্বেষী একটি মহল দেশের শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চাইছে; দেশের মানুষ ওই চেষ্টা প্রতিহত করবে বলেও জানান মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, "যারা শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে চায়, এক ধরনের অরাজকতা তৈরি করতে চায়, এমন পরিস্থিতি আমরা কখনোই হতে দেব না। কারণ বাংলাদেশের মানুষ শান্তি চায়। শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ এগিয়ে চলছে বলেই দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে।"
দেশে একসময় দুঃশাসন চালানো অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেন দীপু মনি। তিনি বলেন, "তাদের কোনো অপচেষ্টাই সফল হবে না।"
সত্যিকারের জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের বই পড়ার পাশাপাশি নিজস্ব ভাষা, সংস্কৃতি ও খেলাধুলার তাগিদ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "সেজন্যই বিদ্যালয়গুলোয় এই ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এসবের মধ্য দিয়ে তোমরা ভালো মানুষ হয়ে উঠবে।"

দেশকে ভালোবাসার পরামর্শ দিয়ে এবং মায়ের সঙ্গে মাতৃভূমির তুলনা টেনে মন্ত্রী বলেন, "নিজের দেশকে ভালোবাসতে হলে দেশকে জানতে হবে। আমরা সবসময় চাই, আমার মা ভালো থাকুক। তেমনি আমরা চাইব, আমাদের দেশও যেন ভালো থাকে।”
স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও সদর উপজলো পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বের স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মো. মোশারফ হোসেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইউসুফ গাজী, ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন সারোয়ার।
-
জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কার, কলেজ খুললেও উপস্থিতি কম
-
পিরোজপুরে ট্রলিকে বাসের ধাক্কা, ২ গরু ব্যবসায়ী নিহত
-
ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
-
শিক্ষক হত্যা ও লাঞ্ছনা: নিরাপত্তার দাবিতে বাগেরহাটে মানববন্ধন
-
হবিগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার
-
সিরাজগঞ্জে আবার বাড়ছে যমুনার পানি
-
মায়ের হাতে আর পানি খাওয়া হলো না সাকিলের
-
চেক জালিয়াতি: কুড়িগ্রামে উপজেলা চেয়ারম্যান কারাগারে
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- মুকুল বোস মারা গেছেন
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩