মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, ট্রাক্টর চাপায় ৩ জনের মৃত্যু

রাজশাহীর পবা উপজেলায় দুটি মোটর সাইকেলের সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ার পর ট্রাক্টর চাপায় মা-মেয়েসহ তিনজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2022, 07:44 AM
Updated : 15 May 2022, 07:47 AM

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমান কোল্ড স্টোরের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পবা থানার ওসি ফরিদ হোসেন জানান।

মৃতরা হলেন-নওগাঁর মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামের আব্দুল মান্নান (৪৮), একই জেলার নিয়ামতপুর উপজেলার চণ্ডিপুর গ্রামের আফতাবের স্ত্রী বিথি (৩৩) ও তার মেয়ে মরিয়ম জান্নত (৪)।

এ ঘটনায় আহত আফতাবকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওহাটা ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান জানান, আফতাব তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নিয়ামতপুর থেকে রাজশাহী যাচ্ছিলেন। আর আব্দুল মান্নান মোটরসাইকেল চালিয়ে রাজশাহী থেকে মান্দা যাচ্ছিলেন।

পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে আরোহীরা সবাই রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ট্রাক্টর চাপায় আব্দুল মান্নান ঘটনাস্থলেই প্রাণ হারান। আর আহত অবস্থায় বিথি ও মরিয়মকে উদ্ধার করে হাসপাতলে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।