ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে।
এর দেড় মাস আগে ৪৫ বছর বয়সী এই মা মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পান।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, “শনিবার দুপুরে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় দায়িত্বরত কারারক্ষী এই মায়ের ব্যাগে ১৮৯টি ইয়াবা পান।
“এই মা মাদক মামলায় কারাবাসের পর দেড় মাস আগে জামিনে মুক্তি পান। তার মেয়েও (২৫) কয়েক মাস আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে এই কারাগারে স্থানান্তরিত হন।”
মা-মেয়ের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার দশপাখিরা গ্রামে।
মাকে আটকের পর কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয় বলে জানান শাহ শরীফ।
কোনাবাড়ী থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, “আটক মা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি তার মেয়েকে দেওয়ার জন্য এই ইয়াবা নিয়ে যান।”
এ বিষয়ে থানায় একটি মাদক মামলা হয়েছে বলে জানান ওসি।