কুমিল্লায় ৩ হাজার লিটার সয়াবিন উদ্ধার, ন্যায্য মূল্যে বিক্রি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে মজুদ তিন হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করে ন্যায্য মূল্যে বিক্রি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2022, 11:19 AM
Updated : 13 May 2022, 11:19 AM

শুক্রবার দুপুরে উপজেলার বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচ লিটারের বোতলে ভরা এই তেল জব্দ করা হয় বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

আছাদুল বলেন, ভোজ্যতেল মজুদকারী ওই ব্যবসায়ী বিজয়পুর বাজারের কামরুল হাসান স্টোর্সের মালিক কামরুল হাসান। তিনি ৭৬০ টাকা দরে কেনা পাঁচ লিটারের প্রতি বোতল বর্তমান মূল্য ৯৮৫ টাকায় বিক্রির জন্য বাড়িতে মজুদ করেছিলেন।

“অবৈধ মজুদের দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা করেছে অধিদপ্তর।”

এছাড়া বোতলের গায়ে লেখা আগের দাম মুছে বিক্রির অভিযোগে একই এলাকার ভাই বন্ধু স্টোর্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান অধিদপ্তরের আরেক সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

অন্যায় মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।