প্রায় ৩ বছর পর নির্বাচনী এলাকায় যাচ্ছেন ওবায়দুল কাদের

প্রায় তিন বছর পর নিজের নির্বাচনী এলাকা নোয়াখালী যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2022, 11:12 AM
Updated : 4 May 2022, 12:02 PM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজাপুরে নিজ বাড়িতে পৌঁছাবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরে তিনি কবিরহাট জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী  ও এলাকাবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

কোম্পানিগঞ্জ ও কবিরহাট নিয়ে গঠিত নোয়াখালী-৫ আসন ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা।

অসুস্থতা ও করোনাভাইরাসের কারণে তিনি টানা ৩৩ মাস নিজ এলাকায় যেতে পারেননি। সবশেষ ২০১৯ সালের ১৩ অগাস্ট ঈদুল আজহা উদযাপনে নোয়াখালী গিয়েছিলেন তিনি।

 

ওবায়েদুল কাদেরের আগমন উপলক্ষে নিরাপত্তায় গোয়েন্দা পুলিশের দল

করোনাভাইরাস মহামারীতে এবার লকডাউনের বিধিনিষেধ না থাকায় রাজনীতিকদের অনেকেই এবার নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন যাচ্ছেন। অনেকে রোজার সময় গিয়ে ইফতার করেছেন নেতাকর্মীদের নিয়ে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঈদ ঢাকাতেই ছিলেন।

এদিকে তার আগমনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। ব্যানার ফেস্টুনে দেখা গেছে আগমনী বার্তা।

কাদেরের সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, সেতুমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য তার বাড়ির সামনে মঞ্চ তৈরি করা হয়েছে। পুলিশ মঞ্চ পরিদর্শন করেছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: