রোহিঙ্গা ক্যাম্প থেকে সাড়ে ১৬ লাখ টাকার জাল নোট উদ্ধার, আটক ২

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প থেকে সাড়ে ১৬ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে, আটক করা হয়েছে দুজনকে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2022, 07:30 AM
Updated : 26 April 2022, 07:30 AM

মঙ্গলবার ভোর রাতে উপজেলার লম্বাশিয়া ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের এফ-৯ ব্লকে অভিযান চালিয়ে এসব জাল নোট উদ্ধার করা হয় বলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১৪ এর পুলিশ সুপার মো. নাইমুল হক জানান।

আটকরা হলেন- উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম হলদিয়াপালং জাম বাগান এলাকার মোহাম্মদ রহিম (২৪) ও সারোয়ার কামাল (২৮)।

পুলিশ সুপার নাইমুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লম্বাশিয়া ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের এফ-৯ ব্লকের সোনা মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই থেকে তিনজন মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে দুজনকে ধরা হয়।

“পরে তাদের সঙ্গে থাকা শপিং ব্যাগ থেকে সাড়ে ১৬ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।”

আটকদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশ সুপার।