বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ‘শার্টের কলার ধরে লাঞ্ছিত’, অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
বরিশাল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2022 02:14 PM BdST Updated: 12 Apr 2022 02:14 PM BdST
বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর সুপ্রভাত হালদারের বিরুদ্ধে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের শিক্ষার্থী এবিএম মুশফিকুর রহমান এ অভিযোগ করেছেন।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের চলায় তলায় এ ঘটনার পর মুশফিকুর উপাচার্য সাদেকুল আরেফিনকে একটি লিখিত অভিযোগ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ঘটনার বর্ণনায় মুশফিকুর বলেন, “রাষ্ট্রবিজ্ঞানে অধ্যয়নরত সহপাঠীদের সঙ্গে দেখা করতে একাডেমিক ভবনের চার তলায় যাই। সেখানে আগে থেকেই হৈ চৈ হচ্ছিল। এ সময় আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার সবাইকে ডাকে। তখন আমি চারতলা থেকে নিচের দিকে নেমে যাচ্ছিলাম। আমি ভেবেছিলাম, আগে থেকেই যে বন্ধুরা ওখানে অবস্থান করছে স্যার তাদেরকে ডেকেছেন।
“হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে সুপ্রভাত স্যার আমার শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে আমাকে ৪ তলায় আইন বিভাগে তার রুমে নিয়ে যান এবং সেখানে আমাকে ১০/১৫ মিনিট আটকে রাখেন। এ সময় স্যার আমার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ারও হুমকি দেন। এক পর্যায়ে তিনি ফোন করে প্রক্টর স্যারকে ডাকেন। তিনি এসে আমাকে রুম থেকে বের করে নিয়ে যান।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদারের মোবাইলে একাধিকবার ফোন করেও সাড়া মেলেনি।
আর এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলমের ভাষ্য, “খবর পেয়ে আমি আইন বিভাগে গিয়ে ওই ছাত্রকে আমার রুমে নিয়ে আসি। দুজনের কাছ থেকেই ঘটনাটি শুনেছি। বড় ধরনের কোন কিছুই হয়নি। শিক্ষক ছাত্রকে ডেকেছিলেন, ছাত্র তাতে সারা দেয়নি।”
এ ঘটনাকে ছাত্র শিক্ষকের মধ্যে ‘ভুল বোঝাবুঝি’ আখ্যা দিয়ে তিনি বলেন, অভিযোগ যখন দিয়েছে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপাচার্য সাদেকুল আরেফিনেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
-
পঞ্চগড়ে ১৮ লাখ টাকায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করানোর চুক্তি
-
স্কুলে পাঠদান: আশুলিয়ার সেই কলেজের অধ্যক্ষকে শোকজ
-
পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের জামিন নামঞ্জুর
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
সাতক্ষীরায় স্কুলের গেট ভেঙে পড়ে শিশুর মৃত্যু
-
মোটরসাইকেল চালুর দাবিতে পদ্মা সেতুর টোল প্লাজায় মানববন্ধন
-
যশোরের সীমান্তে ১৮ কেজি রুপার অলংকার আটক
-
পঞ্চগড়ে চাহিদার দেড় গুণ পশু, বিক্রি নিয়ে শঙ্কা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া