করিমগঞ্জের সেই ইউএনও প্রত্যাহার

কলেজছাত্রী ধর্ষণের সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠা কিশোরগঞ্জের করিমগঞ্জ ইউএনও মনজুর হোসেনকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে, যিনি মাত্র কয়েকদিন আগে এখানে যোগ দিয়েছিলেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2022, 06:08 PM
Updated : 10 April 2022, 06:08 PM

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. শামীম আলম জানান, রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি জানান, গত ৩ এপ্রিল মনজুর হোসেন করিমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা [ইউএনও] হিসেবে যোগদান করেছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়াকে বর্তমানে ইউএনওর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এই ঘটনায় চলতি বছর ৩ ফেব্রুয়ারি ওই তরুণী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দেন। জন প্রশাসন মন্ত্রণালয়ের একটি কমিটি বিষয়টি তদন্ত করছে।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ইউএনও মো. মনজুর হোসেনের সঙ্গে পরিচয় হয় ওই কলেজছাত্রীর। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে ইউএনও ওই কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান।

এছাড়া তাকে তিনি ভারতেও তার সঙ্গে নিয়ে যান; যেখানে তারা স্বামী-স্ত্রীর মতো থাকেন বলে অভিযোগে বলা হয়।

অভিযোগে বলা হয়, ভারতে থাকার সময় মেয়েটি জানতে পারেন, ইউএনও বিবাহিত এবং দুই সন্তানের জন্ক। তখন তিনি ওই তরুণীকে ঘটনা প্রকাশ না করার হুমকি দেন।