গোপালগঞ্জে ৪ ইটভাটা উচ্ছেদ

গোপালগঞ্জ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে নির্মিত চারটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2022, 07:43 AM
Updated : 30 March 2022, 07:43 AM

মঙ্গলবার উপজেলার কেকানিয়া, পুকুরিয়া ও ঘোড়াদাইড় গ্রামে ইটভাটাগুলো উচ্ছেদে অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়েজুন্নেছা আক্তার।

উচ্ছেদ ছাড়াও অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে আরবি ব্রিকসকে দুই লাখ টাকা, লালপরি ব্রিকসকে তিন লাখ টাকা, আরএসকে ব্রিকসকে দুই লাখ টাকা ও স্টার ব্রিকসের কাছ থেকে দুই লাখ জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে ইটভাটাগুলোর চিমনি ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিস পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়।

পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, পরিবেশ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আমরা অবৈধভাবে নির্মিত চারটি ইটভাটা উচ্ছেদ করেছি।

“ভাটাগুলো লাইসেন্স ছাড়া অবৈধভাবে গড়ে উঠেছে। তাদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি করছিল।”

যেসব ইটভাটা পরিবেশের ক্ষতি করছে সেগুলো চিহ্নিত করে উচ্ছেদ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।