পঞ্চগড়ে মানুষের তাড়া খেয়ে প্রাণ গেল সাম্বা হরিণটির

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সীমান্ত পেরিয়ে আসা একটি হরিণ মানুষের তাড়া খেয়ে আহত হয়ে মারা গেছে। 

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2022, 02:31 PM
Updated : 13 March 2022, 03:25 PM

শনিবার বিকেলে উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহারী এলাকায় এ ঘটনা ঘটে বলে পঞ্চগড় বনবিভাগের বিট কর্মকর্তা সুলতানুল ইসলাম জানান।

রোববার বিকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হয়তো খাবারের খোঁজে হরিণটি পথ হারিয়ে ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চলে আসে। সাম্বা প্রজাতির হরিণটি দেখে স্থানীয় উৎসুক জনতা ধরতে তাড়া করে।

“হরিণটি দৌড়াতে গিয়ে পায়ে আঘাত পেয়ে রক্ষক্ষরণ ও মানুষের ভিড়ে হতভম্ব হয়ে পড়ে। আমরা চেষ্টা করেছিলাম, হরিণটিকে চিকিৎসা দিয়ে বাঁচিয়ে তুলতে ও সুস্থ রাখতে। কিন্তু অনবরত রক্তক্ষরণে হরিণটি মারা যায়।

হরিণটির মরদেহের ময়নাতদন্ত করে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহায়তায় মাটিতে পুঁতে ফেলা হয় বলে জানান বিট কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুল আলম হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই হরিণটি মারা যায়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে হরিণটির মৃত্যু হয়েছে।”