বরিশালে মাটি খননে রাইফেলের গুলি উদ্ধার

বরিশালের আগৈলঝাড়ায় ঘর নির্মাণের জন্য মাটি খননের সময় দেড় হাজার রাউন্ড রাইফেলের গুলি পাওয়া গেছে, যেগুলো মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2022, 11:45 AM
Updated : 25 Feb 2022, 11:45 AM

শুক্রবার উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামে আশ্রয়ণ প্রকল্প এলাকায় গুলিগুলো পাওয়া যায় বলে আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার জানান।

গোলাম সরোয়ার বলেন, কালুপাড়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করেছে সরকার। ওই জমিতে ঘর নির্মাণের জন্য শুক্রবার সকালে মাটি খোঁড়ার সময় শ্রমিকরা গুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পুলিশের উপস্থিতিতে এক হাজার পাঁচশ ৪২টি অব্যবহৃত গুলি উদ্ধার হয়; এ ব্যাপারে আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

স্থানীয় ননী গোপাল জানান, কালুপাড়া সেন বাড়ির যে স্থান থেকে গুলিগুলো উদ্ধার হয়েছে সেখানে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের একটি ক্যম্প ছিল।