কোভিড: টেকনাফে মাদ্রাসার শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হচ্ছে

কক্সবাজারের টেকনাফ উপজেলায় স্কুলের পাশাপাশি ১২ থেকে ১৮ বছরের মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে।  

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2022, 09:37 AM
Updated : 22 Jan 2022, 09:37 AM

শনিবার সকাল সাড়ে ৯টার থেকে টেকনাফ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ও হৃীলা উচ্চ বিদ্যালয়ে দুটি অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের ফাইজার টিকা দেওয়া হচ্ছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা টিটু চন্দ্র শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে স্কুল ও মাদ্রাসার ২৬ হাজার ৫০৪ শিক্ষার্থীকে ফাইজার টিকা দেওয়া হবে। এর মধ্যে শনিবার আট মাদ্রাসার ৯৩০ শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। আশা করি, বাকি শিক্ষার্থীরাও টিকার আওতায় আসবে।

বাকিরা টিকা নেবে হৃীলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

টেকনাফ উপজেলায় বিভিন্ন স্কুল-মাদ্রাসার ২৯ হাজার ৩৩৬ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে; যার মধ্যে প্রায় ১০ হাজার মাদ্রাসার ছাত্র-ছাত্রী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় জানায়, উপজেলায় ২৯টি মাধ্যমিক ও  উচ্চমাধ্যমিক এবং ১৯টি মাদ্রাসা রয়েছে।

টিকা নিতে আসা মাদ্রাসার শিক্ষার্থী মাহিয়া ইসলাম বলেন, “প্রথমবার টিকা নিতে এসে ভয় লাগলেও টিকা নেওয়ার সময় কোনো ধরনের সমস্যা হয়নি।”