ইফতারের আগে আতর মোল্লাকে বাড়ির কাছে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন; সন্ধ্যার পর হাসপাতালে তিনি মারা যান।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনার পর তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান।
“ কিন্তু স্টেশনের ঢোকার আগেই ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়।”
দুর্ঘটনার বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান হারুন।
কাওরাইদ রেল স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন বলেন, কাওরাইদ রেল স্টেশনের ২ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ। তবে ১ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।