গাজীপুরে মহুয়া এক্সপ্রেস লাইনচ্যুত

গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ রেল স্টেশনে ঢাকা থেকে নেত্রকোণাগামী মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিন ও দুইটি বগি লাইনচ্যুত হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2022, 07:31 AM
Updated : 20 Jan 2022, 10:07 AM

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনার পর তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান।

তিনি বলেন, “কাওরাইদ স্টেশনে রেললাইন মেরামতের কাজ চলছিল। মেরামতকরীরা লাইনের নিচে কাঠের স্লিপার সরিয়ে ফেলে। কিন্তু বিষয়টি কাওরাইদ স্টেশন মাস্টারকে অবহিত করেনি তারা। বেলা ১১টা ১২ মিনিটে ঢাকা থেকে নেত্রকোণার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশন ত্যাগ করে কাওরাইদ স্টেশনের দুই নাম্বার লাইনে প্রবেশ করতে গেলে স্টেশনের কর্মরত মাস্টার অনুমতি দেয়।

“ কিন্তু স্টেশনের ঢোকার আগেই ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়।”

দুর্ঘটনার বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান হারুন।

কাওরাইদ রেল স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন বলেন, কাওরাইদ রেল স্টেশনের ২ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ। তবে ১ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।